রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষার্থী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে মাদকের পাইকারি ও খুচরা ব্যবসা চালিয়ে যাচ্ছিল নাফিজ। মাদক সরবরাহ ও বিক্রি সহজ ও নির্বিঘ্ন করতে নিজেকে কখনও খখনও পুলিশ পরিরচয় ও দিত সে।
বুধবার রাতভর অভিযানে অভিযান চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক করা হয় মাদক ব্যবসায়ী নাফিজ ও তার এক বান্ধবীকে।
এসময় বাসাটিতে বিপুল পরিমাণ মদ, আইস, প্যাথেড্রিন ও গাঁজা উদ্ধার করা হয় । পাওয়া যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি, পুলিশের ক্যাপ, ব্যাচসহ দুটি খেলনা পিস্তলও।
একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দাবি করা নাফিজ গুলশান, বনানীসহ রাজধানীর অভিজাত এলাকায় মাদক সরবরাহ করতো বলে জানায় র্যাব। বসুন্ধরার বাসা ব্যবহার করা হতো মাদকের গুদামঘর হিসেবে।
নাফিজ সহজে মাদক সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে নিজেকে পুলিশ পরিচয় দিতো বলেও জানানো হয় র্যাবের পক্ষ থেকে। তার এ ব্যাবসায় আর কে কে জরিত আছে তা ও খুজে বের করা হবে বলে জানান হয় র্যাবের পক্ষ থেকে।
বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদকের এই ছোট্ট সাম্রাজ্য গড়ে তোলেন নাফিজ মোহাম্মদ আলম। অভিযানের সময় আটক করা হয় নাফিজের বান্ধবী রাত্রীকেও।
ইবাংলা/টিপি/ ৪ নভেম্বর, ২০২১