রাজবাড়ীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শান্তিপূর্ণ সমাবেশে ও আনন্দ মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ছাত্রদলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছে।

সোমবার (১৯ জুন) সকালে বালিয়াকান্দি ট্যাম্পু স্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল শেখ, বালিয়াকান্দি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাহাত, ছাত্রদলের অপু মন্ডল, রনি শেখ, পথচারী বালিয়াকান্দি সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানিম প্রামাণিক (২২), সহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন>> ফের বাড়লো চিনির দাম

উন্নত চিকিৎসার জন্য আহত নাজমুল শেখকে রাজবাড়ী সদর হাসপাতাল ও তানিম প্রামাণিককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জুবায়ের আল মাহমুদ নছরু বলেন, সারাদেশে বিএনপির নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মিলে ট্যাম্পু স্ট্যান্ডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী আমাদের ওপর অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। আমরা তা প্রতিহত করার চেষ্টা করি। এতেই সংঘর্ষের ঘটনা ঘটে।

বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ বলেন, ১৬ জুন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেন। সেই উপলক্ষে আমরা সোমবার সকালে ওয়াপদার মোড় থেকে আনন্দ মিছিল বের করে ট্যাম্পু স্ট্যান্ডে পৌঁছালে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে আমাদের নবগঠিত কমিটির সভাপতিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইবাংলা/এসআরএস 

ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ