বিসিবি থেকে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। জাতীয় দলে ক্যারিয়ারের ১৮ বছর পার করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সময় পরিবর্তনের সঙ্গে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ভরসার এক নাম মুশফিক। মাঠে তার অবদান স্বরূপ বিশেষ সম্মাননা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের অন্যতম কাণ্ডারি এই ব্যাটার। আর তাই সর্বশেষ বোর্ড সভায় মুশফিককে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বিসিবি। সম্মাননা হিসেবে ১০ লাখ টাকা পেয়ছেন মিস্টার ডিপেন্ডেবল।

আরও পড়ুন>> জাবি ভর্তি পরীক্ষা: আইবিএ-জেউই’র ফল প্রকাশ

এই প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মুশফিক একদিন আমাকে বলেছিলো খেলা শেষ করে, যে আপনি কোনো দিন আমাকে কিছু দেননি। তাই এটা শুনে আসলে আমিও চিন্তা করে দেখলাম আমিও তো আলাদা করে ওকে কিছু দেইনি। সেজন্যই তাকে এটা (আর্থিক সম্মাননা) দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি মিডিয়ায় আসে তাহলে সবাই চাবে। আর এটাই লাস্ট আর কাউকে দিবো না।’

টেস্ট ফরম্যাটে ৩৮.২৯ গড়ে পাঁচ হাজার ৫৫৩ রান করেছেন মুশফিক। ২৬টি হাফ সেঞ্চুরির পাশাপাশি দশটি সেঞ্চুরিও করেছেন তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত ২৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার।

এই ফরম্যাটে নয়টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ সেঞ্চুরি আছে তার। ৩৭.২৩ গড়ে তিনি করেছেন সাত হাজার ১৮৭ রান। অবসর নেয়ার আগ পর্যন্ত লাল-সবুজের পোশাকে ১০২টি টি-২০ও খেলেছেন মুশফিক। এই ফরম্যাটে ছয়টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

ইবাংলা/এসআরএস