বাড়ছে অলিম্পিক এক্সেসরিজের শেয়ারদর

অনলাইন ডেস্ক: কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া বা বিনা কারণেই পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার (৫ জুলাই) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন>> ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের রেকর্ড ভেঙেছে অমির ‘ফিমেল থ্রি’

শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ৪ জুলাই সিএসই কোম্পানিকে নোটিশ পাঠায়। ওই নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, সিএসইতে গত ৫ জুন কোম্পানির শেয়ার দর ছিল ৯.৭০ টাকা। আর ৪ জুলাই কোম্পানির শেয়ার দর ১৪.৫০ টাকায় উন্নীত হয়। এভাবে শেয়ারের দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কতৃপক্ষ।

ইবাংলা/এসআরএস

শেয়ারদর