অপশক্তির কাছে মাথা নত করবে না আওয়ামী লীগ: নাছিম

কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না আওয়ামী লীগ। মাথা নত করতে হলে জনগণের সামনে করবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন তিনি।

শনিবার (১৫ জুলাই) সিরাজ উদ্দিন মিলনায়তনে সকাল দশটায় জমকালো আয়োজনে দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন>> সরকারের পতন ঘটাতে দেনদরবার করছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সময়ে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, যুগ্ন-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধান বক্তা ছিলেন আফজালুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সম্মানিত অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন, অ্যাড.আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি, অ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (এমপি), সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, বরগুনা জেলা শাখা, আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বরগুনা জেলা শাখা ও চেয়ারম্যান, জেলা পরিষদ, বরগুনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুলতানা নাদিরা (এমপি), সংরক্ষিত মহিলা আসন-৩১৫। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেবাশীস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক, এ.কে.এম আজিম, সাংগঠনিক সম্পাদক, আবিদ আল হাসান, উপ কৃষি সম্পাদক, এম. আফসারুজ্জামান, জাতীয় পরিষদ সদস্য, আসাদুজ্জামান রনো।

স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক, শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপন সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার সভাপতি কে. এম. আ. রশিদ।

কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আল হাসান বলেন, মাদক কারবারী সন্ত্রাসীদের স্বেচ্ছাসেবকলীগে স্থান হবে না বলে নিশ্চিত করেছেন। যারা বিতর্কিত নৌকার বিরোধীতা করেছেন তারা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তারাও থাকতে পারবে না।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ কোন বিদেশী অপশক্তির কাছে মাথা নত করবে না। মাথা নত করতে হলে জনগণের কাছে করবে। তিনি আরও বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি জামায়াত স্বাধীনতার বিপক্ষের শক্তিকে কাজে লাগাতে চায়। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইবাংলা/এসআরএস