আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে সফরকারীদের ২ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে টাইগাররা। শেষ ওভারের নাটকীয় সে জয়ে আত্মবিশ্বাসী লাল-সবুজের দল আজ মাঠে নামবে সিরিজ জয়ের মিশনে। আর এ ম্যাচ দিয়েই ক্যারিয়ারে নতুন মাইলফলক গড়বেন অধিনায়ক সাকিব আল হাসান।
২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় বিশ্বসেরা অল রাউন্ডার সাকিবের। এরপর এখনো পর্যন্ত মত ১১৬ টি ম্যাচে লাল-সবুজের জার্সি পরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নেমেছেন। দেশের মাটিতে খেলেছেন ৪৯ টি ম্যাচ।
আরও পড়ুন>> বিএনপি-জামায়াত চায়নি দেশের মানুষ শিক্ষিত হোক: প্রধানমন্ত্রী
তাই আজকের ম্যাচে আফগানদের বিপক্ষে খেলতে নামলেই ঘরের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ টি ম্যাচ খেলার মাইলফলকে পৌঁছুবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এদিকে একই দিনে টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক গড়তে পারেন আরও একটি রেকর্ড। আন্তর্জাতিক টি-টয়েন্টিতে এখনো পর্যন্ত ১১৬ ম্যাচ খেলে ২৩৬৪ রান করেছেন তিনি। আর ঘরের মাটিতে ৪৯ ম্যাচে তাঁর রানের পরিমাণ ৯৭২। অর্থাৎ আজ সাকিব ব্যাট হাতে ২৮ রান করতে পারলেই ঘরের মাটিতে সহস্র রানের রেকর্ড গড়বেন তিনি।
অধিনায়কের রেকর্ডের দিনে আজ টাইগারদের সামনে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ। এর আগে সফরকারীদের বিপক্ষে খেলা দুই সিরিজের একটিতে জয় পেয়েছে আফগানরা। অন্যটি ড্র করেছে বাংলাদেশ।
ইবাংলা/এসআরএস