পাথরঘাটা-বামনা-বেতাগী এ তিনটি উপজেলা নিয়ে গঠিত বরগুনা-২ সংসদীয় আসন। আর এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি বাবু সুভাষ চন্দ্র হালদার। ইতিমধ্যে তিনি তৃনমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে আস্থা অর্জন করেছেন।
গত ১৫ বছর ধরে এ সংসদীয় আসনে তিনি নৌকা প্রতিকের অবস্থান ধরে রাখতে সতেষ্ঠ। দান অনুদানে তিনি সবার চেয়ে সেরা। তার কাছে সহযোগীতা চেয়ে আজ পর্যন্ত কেহ খালি হাতে ফেরেননি। বিগত বছরের চেয়ে শক্ত অবস্থানে রয়েছে এ আসনের আওয়ামী লীগ।
আরও পড়ুন…রাঙামাটিতে দলীয় সম্পাদক কর্তৃক ভাবমূর্তিক্ষুন্নের অভিযোগ
কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সুভাষ চন্দ্র হালদার এ সংসদীয় আসনে মাঠে সর্বদা কাজ করে চলেছেন। তৃনমূলের নেতা-কর্মীরা তার এ নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের কমতি নেই। দীর্ঘ বছর পরে তারা যেন ফিরে পেয়েছেন দল প্রেমের স্বস্তির নিশ্বাস।
অপরদিকে বরগুনা জেলায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের তরুন এ নেতাকে পেয়ে তৃনমূলের নেতা-কর্মীরা আশার আলো দেখছেন। ইতিমধ্যে তিনি জেলার সর্বত্র তরুনদের মনে স্থান করে নিয়েছেন। তরুনদের আশ্রয় ও ভরসাস্থল বাবু সুভাষ চন্দ্র হাওলাদার । তিনি প্রতি মাসে দুই বার নেতা-কর্মীদের খোঁজ খবর ও দু:খ কষ্ট মুছে দিতে ঢাকা থেকে বরগুনা আসেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বাবু সুভাষ চন্দ্র হালদার একান্ত স্বাক্ষাতকারে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় বরগুনা-০২ (পাথরঘাটা- বামনা-বেতাগী) হবে সারা বাংলাদেশের মধ্যে রোল মডেল। স্মার্ট বাংলাদেশের রূপকল্প-২০৪১ অনুযায়ী বদলে যাবে উপকূলীয় এ জনপদ। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বরগুনা হবে স্মার্ট বরগুনা।
আরও পড়ুন…ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই বাসে আগুন
তিনি আরো বলেন, বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা উপকূলীয় জনপদ বরগুনা-২(পাথরঘাটা-বামনা-বেতাগী)র মানুষ এখনো নানাবিধ সুবিধা থেকে বঞ্চিত। আমি অবহেলীত এই জনপদের কাদা মাটি জলে বেড়ে উঠেছি। আমি দেখেছি এখানকার সমুদ্রগামী জেলেদের দুর্বিষহ জীবন, আমি দেখেছি এখানকার কৃষকদের হাড় ভাঙা খাটোনি। আমি দেখেছি প্রতিনিয়ত ঝড় জলোচ্ছাস এর সাথে কিভাবে লড়াই করে বেঁচে থাকে এখানকার মানুষ। আমি এই মানুষগুলোর কন্ঠস্বর হতে এসেছি। আমি এসেছি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় এই বরগুনাকে স্মার্ট বরগুনায় রূপান্তরিত করতে।
বাবু সুভাষ চন্দ্র হালদার বলেন, এই জনপদের মানুষ আমাকে ভালোবাসে তাদের ভালোবাসায় আমি সিক্ত। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে আমি এই জনপদের গরীব, দু:খী মেহনতী মানুষ থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নিরঙ্কুশ সমর্থন পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হবো। একই সাথে এই জনপদের মানুষের কাছে আমি অঙ্গিকার করছি অবহেলিত এই জনপদকে ডিজিটাল বরগুনা থেকে স্মার্ট বরগুনায় রূপান্তরিত করবো।
এই স্মার্ট বরগুনায় থাকবে এখানকার মৎস্য সম্পদের উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মৎস্য আহরণ, বেকারত্ব দূরীকরণে স্থাপন করা হবে স্মার্ট উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র, ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি বে-সরকারি চাকুরি প্রস্তুতি কেন্দ্র। ডিজিটাল বরগুনা থেকে স্মার্ট বরগুনায় রুপান্তরিত করতে চালু করা হবে ইন্টারনেট হটস্পট প্রকল্প, স্মার্ট বরগুনা অ্যাপ, স্মার্ট বিজনেস ও ডিজিটাল মার্কেট প্লেস।
আরও পড়ুন…ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫০৩
স্বাস্থ্য খাতের উন্নয়নে চালু করা হবে টেলি মেডিসিন সেবা, স্মার্ট হেলথ কার্ড ও স্থাপন করা হবে নার্সিং ইনিষ্টিটিউট ও কমিউনিটি ক্লিনিক। গুরুত্ব দেওয়া হবে ইকোট্যুরিজমকে। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সাম্য ও ন্যায় বিচারের সমন্বিত প্রয়াসে হবে স্মার্ট বরগুনা।
বাবু সুভাষ চন্দ্র হাওলাদার আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ আমার রাজনৈতিক অনুপ্রেরণা। মুজিব আদর্শ বুকে ধারণ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্ব আমার চলার পাথেও। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সারাবিশে^র বুকে বাংলাদেশ এখন সমুজ্জল আলোকবর্তিকা। মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এই জনপদের সেবক হতে চাই।
ইবাংলা বা/ এ