মিরপুর সাইন্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর সাইন্স কলেজে এইচএসসি ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ আগস্ট) মিরপুর সাইন্স কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মিরপুর সাইন্স কলেজের উপদেষ্টা অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন>> ঢাকার ২৭৭ কলেজের র‍্যাঙ্কিংয়ে এ-প্লাস ক্যাটাগরির ৭টি

মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. শিপন আলী, মিরপুর সাইন্স কলেজের একাডেমিক উপদেষ্টা প্রকৌশলী এইচএম বেলাল নীল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষা যাতে খুব ভালোভাবে দিতে পারো তার জন্য দোয়া ও আশীর্বাদ রইলো। যে কয়দিন সময় আছে সময়গুলো খুব কাজে লাগাতে হবে। একটা মুহূর্ত অপ্রয়োজনীয় কাজে নষ্ট করা যাবেনা।

মোবাইল ফোন ব্যবহারের অপকারিতা তুলে ধরে তিনি বলেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমরা মোবাইল ফোন ব্যবহার করবে না।

মিরপুর সাইন্স কলেজের সুনাম সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য ভালো রেজাল্ট এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করার  আহ্বান জানান তিনি। আগামীতে মিরপুর সাইন্স কলেজ দেশের অন্যতম সেরা একটি কলেজ হিসেবে পরিচিতি লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনজুদার রহমান মিলটন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মো. তানভীর হাসান, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ভূইয়া, উচ্চতর গণিত বিভাগের প্রভাষক হাসিবুল হাসান মল্লিক, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক রাকিব জামান তুষার, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক এইচ এম তাইফুল ইসলাম, আইসিটি বিভাগের প্রভাষক আনছার উদ্দিন ইমন, বাংলা বিভাগের প্রভাষক নাসির উদ্দিন,  প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হক খোকন প্রমুখ।

আরও পড়ুন>> মিরপুর সাইন্স কলেজে নবীন বরণ, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সভাপতির বক্তব্যে মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন বলেন, তোমরা ছিলে এই কলেজের ২য় ব্যাচের শিক্ষার্থী। তোমাদের সাথে রয়েছে আমাদের অনেক স্মৃতি। বিদায় বেলায় সব মনে পড়ে, মনটা ভারাক্রান্ত হয়ে পড়ছে। দোয়া করি তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে সফল হও। মা -বাবা তোমাদের নিয়ে যে স্বপ্ন দেখছে তা যেন তোমরা পূরণ করতে পারো। তোমাদের সফলতা এই কলেজকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। তোমরা ভবিষ্যতে এমন কিছু করবেনা যাতে মিরপুর সাইন্স কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়। ভালো ছাত্র হবার পাশাপাশি তোমরা ভালো মানুষ হবে বলে আমি আশা করি। সকলের সর্বাঙ্গীণ মঙ্গল ও সফলতা কামনা করছি।

বিদায়ী শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ইবাংলা/এসআরএস

বিদায় সংবর্ধনামিরপুর সাইন্স কলেজ