ইউক্রেনে ভয়াবহ রুশ হামলায় দেশটির খেরসন অঞ্চলে একজন নারী নিহত হয়েছেন। এছাড়া রাশিয়ার গোলাগুলিতে দেশটির খারকিভ অঞ্চলের সীমান্ত এলাকায় দু’জন নিহত হয়েছেন। এভাবে মোট তিনজন ইউক্রেনীয় নাগরিক রুশ হামলায় মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
খেরসনের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন টেলিগ্রামে বলেছেন, ‘এটা খেরসনের জন্য একটি কঠিন রাত। রাশিয়ান সেনাবাহিনী শহরের কেন্দ্রীয় অংশে খেরসনের বাসিন্দাদের বাড়িতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।’
আরও পড়ুন>> বিএনপির রাজনীতি হলো ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল: কাদের
তিনি আরও জানান, মধ্যরাতে গোলাগুলি শুরু হয় এবং কয়েক ঘণ্টা ধরে চলে রাশিয়ার হামলা।
ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাকও টেলিগ্রামে বলেছেন যে খারকিভে দুই বেসামরিক লোক নিহত এবং তিনজন আহত হয়েছেন।
গত বছরের নভেম্বরে খেরসন শহর এবং খেরসন অঞ্চলের কিছু অংশ পুনরুদ্ধার করা সত্ত্বেও রাশিয়ান বাহিনী নিয়মিতভাবে ডিনিপ্রো নদীর ওপার থেকে এলাকাটিতে গোলাবর্ষণ করে।
এছাড়া রাশিয়ার কালুগা অঞ্চলের গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা বলেছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর নিকটবর্তী কালুগা অঞ্চলের ফেরজিকোভস্কি জেলার ওপর একটি উড়ন্ত ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।
শাপশা আরও বলেন, এ ঘটনায় কোনো মানুষ বা অবকাঠামোর ক্ষতি হয়নি।
সূত্র : আল-জাজিরা
ইবাংলা/এসআরএস