ডেনমার্ককে হারিয়ে শেষ আটে অস্ট্রেলিয়া

নারী ফুটবল বিশ্বকাপ

নারী ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে ডেনমার্ককে উড়িয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এ ম্যাচে ডেনিশ মেয়েদের ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এতে বিশ্ব মঞ্চের কোয়ার্টারে পৌঁছে গেল সকারুদের মেয়েরা।

ঘরের বিশ্বকাপে নিজেদের মেয়েদের হলুদ জার্সিতে সমর্থন জানাতে মাঠে রেকর্ড পরিমাণ দর্শক হাজির। ফলে স্টেডিয়াম অস্ট্রেলিয়ার গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। অবশ্য আশা, প্রত্যাশা কিংবা স্বপ্নে পূরণের আরেক ধাপ এগিয়ে যেতে ভুল করেননি অস্ট্রেলীয় নারীরা।

আরও পড়ুন>> রোনালদোকে টপকে মেসি রেকর্ড গড়লেন

আ্জ সোমবার অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে অস্ট্রেলিয়াকে ভাবিয়ে তোলে ডেনমার্ক। ম্যাচজুড়েই আক্রমণ ও বল দখলেও এগিয়ে ছিল তারাই। অবশ্য ম্যাচে ফিরতে খানিকটা সময় নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

ম্যাচের ২৯তম মিনিটে কেটলিন ফুর্ডের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। মেরি ফাউলারের বাঁকানো ক্রসে দলকে লিড এনে দেন তিনি। এরপর কোনো গোল না হওয়ায় এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ডেনমার্ক। তবে বারবার ভুলের কারণে গোলের দেখা পাচ্ছিলেন না ডেনিশ মেয়েরা। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের ৭০তম মিনিটে অস্ট্রেলিয়ার ব্যবধান দ্বিগুণ করেন হেলি রাসো। ডি-বক্সের ভেতরের বলটি রাসোকে পাঠিয়ে দেন ফন এগমন্ড। এরপর নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে দর্শকদের উদ্‌যাপনের আনন্দে মাতিয়ে তুলেন রাসো।

ম্যাচের শেষ কয়েক মিনিটে দু’দলের পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে লড়াই। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে তৃতীয়বারের মতো শেষ আটে ওঠার লড়াই থেকে ছিটকে যায় ডেনমার্ক।

ইবাংলা/এসআরএস

নারী ফুটবল বিশ্বকাপ