গোসল করার সুন্নত পদ্ধতি কি কি

ধর্ম ডেস্ক

পবিত্রতা অর্জন, মনের সতেজতার জন্য মানুষ গোসল করে। ধর্মীয় দৃষ্টিতে গোসল কখনও ফরজ আবার কখনও সুন্নত। গোসল করার সুন্নত পদ্ধতি রয়েছে। এখানে তা তুলে ধরা হলো-

>> ফরজ গোসলের আগে ইস্তিঞ্জা অর্থাৎ পেশাব করা। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস, ১০২০)

>> শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া। (মুসনাদে আহমাদ, হাদিস, ১২৬৯৪)

>> আলাদা আলাদা করে দুই হাতের কব্জি ধোয়া। (বুখারি শরিফ, হাদিস, ২৪৮)

>> শরীর বা কাপড়ের কোনও জায়গায় নাপাকি লেগে থাকলে প্রথমে তা তিনবার ধুয়ে পবিত্র করে নেওয়া। (মুসলিম শরিফ, হাদিস, ৩২১)

>> নাপাকি লেগে থাক বা না থাক, গুপ্তাঙ্গ ধুয়ে নেওয়া এবং এরপর উভয় হাত ভালোভাবে ধুয়ে নেওয়া। (বুখারি শরিফ, হাদিস, ২৪৯)

>> সুন্নত পদ্ধতিতে পূর্ণ অজু করা। আর গোসলের স্থানে পানি জমে থাকলে গোসল শেষ করে পা ধুয়ে নিতে হবে। (বুখারি, হাদিস, ২৬০)

প্রথমে মাথায় পানি ঢালা। (বুখারি শরিফ, হাদিস, ২৫৬)
>> এরপর ডান কাঁধে পানি ঢালা। (বুখারি শরিফ, হাদিস, ২৫৪)
>> এরপর বাম কাঁধে পানি ঢালা। (বুখারি শরিফ, হাদিস, ২৫৪)

> তারপর শরীরের বাকি অংশগুলো ভিজিয়ে নেওয়া। (বুখারি শরিফ, হাদিস, ২৭৪)

>> পুরো শরীরে এমনভাবে তিনবার করে পানি পৌঁছানো যেন একটি পশমের গোড়াও শুকনো না থাকে। ( আবু দাউদ, হাদিস, ৪৯, মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস, ৮১৩)

তবে নদী-পুকুর, পুল ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলেই তিন বার পানি ঢালার সুন্নত আদায় হয়ে যাবে। ( আবু দাউদ, হাদিস, ২৪৯, মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস, ৮১৩)

> পুরো শরীর হাত দিয়ে ঘষে-মেজে ভালোভাবে ধুয়ে নিতে হবে। (তিরমিজি, হাদিস, ১০৬)

ইবাংলা/ জেএন

গোসল করার সুন্নত পদ্ধতি