তিন দিনের সফরে ভারত গেলেন জি এম কাদের

তিন দিনের সফরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে তার এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২০ আগস্ট) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়া দিল্লির উদ্দেশে রওয়ানা করেন জি এম কাদের।

দলীয় সূত্রে জানা গেছে, পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্ত্রী শরীফা কাদের জি এম কাদেরের সফরসঙ্গী হয়েছেন।

আরও পড়ুন>> জিয়া এরশাদ খালেদা কেউ গণমানুষের কথা ভাবেনি: প্রধানমন্ত্রী

তিন দিনের এই সফরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জি এম কাদের।

আগামী বছরের জানুয়ারির শুরুতে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে হিসেবে ভোটের বাকি আর মাত্র কয়েক মাস। তবে ভোট কোন প্রক্রিয়ায় হবে এটা নিয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে টানাপোড়েন চলছে। এই নির্বাচনে ভারতের অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সম্প্রতি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারত সফর করে এসেছে। এবার সংসদের প্রধান বিরোধী দল জাপা চেয়ারম্যানের সফরকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গুঞ্জন রয়েছে, ভারতের হাওয়া বুঝতেই মূলত জি এম কাদের দেশটিতে সফরে গেছেন। দেশে ফিরে তিনি আগামী নির্বাচনের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেবেন।

ইবাংলা/এসআরএস

 

জি এম কাদের