ব্রাজিলে ফুটবল খেলা দেখে ফেরার পথে নিহত ৭

ব্রাজিলে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৭ জন। দেশটির মিনাস গেরাইসে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সামরিক ফায়ার ব্রিগেড বিষয়টি নিশ্চিত করেছে।

বেলো হরিজন্তের রাজধানী মিনাস গেরাইসে ক্রুজেইরোর বিপক্ষে একটি ফুটবল ম্যাচে অংশ নেয় করিন্থিয়ানস। ম্যাচ শেষে ওই বাসটি করিন্থিয়ানস ভক্তদের নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন>> সরবরাহে সংকট দেখিয়ে পেঁয়াজ দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা

যাত্রীরা জানায়, বাসটিতে ৪৩ জনের মতো যাত্রী ছিল। স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটের দিকে বাসটি ব্রেক ফেল হলে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ৩৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুত্বর।

এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ফুটবল ক্লাব করিন্থিয়ানস। যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এ ঘটনায় ব্রাজিলের অন্যান্য ফুটবল ক্লাবগুলো শোক প্রকাশ করেছে।

ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যিনি একজন করিন্থিয়ানস ভক্ত, তিনিও নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এছাড়া কী কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে তা খতিয়ে দেখা হবে।

ইবাংলা/এসআরএস

 

ব্রাজিল