ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময় হাঁটুতে চোট পান জাতীয় দলের পেসার এবাদত হোসেন। ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিম ও টিম ম্যানেজমেন্ট তাকে রেখেছিল ছয় সপ্তাহের বিশ্রামে। আসন্ন এশিয়া কাপ দিয়ে ফেরার কথা ছিল তার।
ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি পেসার এবাদত হোসেন। হাঁটুতে ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরি আক্রান্ত এই পেসার এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে। পুরোপুরি সুস্থ হতে লাগতে পারে অস্ত্রোপচার। আর তা হলে ৮ থেকে ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে আপতত সেই পথে না হেঁটে রিহ্যাবে থেকেই বিশ্বকাপটা খেলতে চান এবাদত।
আরও পড়ুন…চাবি হারিয়েছেন? দেশলাই কাঠি দিয়েই খুলবে তালা!
কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়নি। এশিয়া কাপ থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। অনুশীলনের সময় হাঁটুতে ব্যথা অনুভব করায় এশিয়া কাপে খেলার ইচ্ছা বাদ দিতে হয় তাকে।
আর এমনটি হলে নিশ্চিতভাবে তাকে ছিটকে যেতে হবে বিশ্বকাপ থেকে।
তবে বিশ্বকাপে খেলতে মরিয়া এবাদত এখনই করাতে চাচ্ছেন না অস্ত্রোপচার। আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবেন তিনি। বিশ্বকাপের পর নেবেন অস্ত্রোপচারের সিদ্ধান্ত।
এদিকে এবাদতকে বিশ্বকাপে পেতে চায় বিসিবি। যে কারণে উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যেই তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করছে বোর্ড। সেখানকার রিপোর্ট দেখে আসবে সিদ্ধান্ত।