ভ্যান চালাকদের লাগবে ইবি প্রশাসনের নিবন্ধন নম্বর

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে ভ্যান চালাতে প্রয়োজন হবে কর্তৃপক্ষের প্রদানকৃত নিবন্ধন নম্বর। নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার স্বার্থে চালকদের তথ্য নিবন্ধনের জন্য নাম নাম্বরিং-এর পাশাপাশি আইডি নম্বর, লোগো’সহ কোর্ট, গেঞ্জি ও ক্যাপ প্রদান করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত যা ভাড়া ছিল তাই থাকবে। ভাড়া বৃদ্ধি করা না হলেও বাড়তি নিরাপত্তার স্বার্থেই প্রাশাসনের নতুন এই সিদ্ধান্ত। সংশ্লিষ্ট বিষয়াদির জন্য ব্যয়কৃত অর্থের পরিমাণও আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে দিবে ইবি কর্তৃপক্ষ।

আরও পড়ুন…আওয়ামী লীগ সরকারের ওপর দেশের মানুষের আস্থা নেই : মঈন খান

এদিকে সাম্প্রতিক সময়ে নিবন্ধনের তথ্য সংগ্রহের উদ্দ্যেশ্যে ক্যাম্পাসের ভ্যান চালকদের ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এতেই বাধে যত বিপত্তি। বিশ্ববিদ্যালয়ের নাম সম্বলিত কিছু ফেসবুক পেইজ বিষয়টি নিয়ে ছড়াতে শুরু করে নানা রকম তথ্য।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ভ্যান চালকদের কাছ থেকে টাকা আদায় করছে মর্মে বিভিন্ন কথা উঠতে শুরু করে সামাজিক মাধ্যম ফেসবুকে।

আরও পড়ুন…বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ। তিনি বলেন, ভ্যান চালকদের কাছ থেকে কোনো টাকা নেয়া হয়নি। শুধুমাত্র তথ্য নেয়ার জন্য তাদের ডাকা হয়েছিল। ভালো কিছু করতে গেলেও সমস্যা। কিছু মানুষ নেগেটিভ তথ্য ছড়িয়ে বসে থাকে।

বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো ধরনের অকারেন্স না হয়। যেন একটা ছেলে বা মেয়ে রাত-বিরাতে ক্যাম্পাসে এসে নামলেও স্বাচ্ছন্দ্য বোধ করে, নিজেকে নিরাপদ মনে করে। তাই অভ্যন্তরীণ সকল ভ্যান চালকদের তথ্য নিবন্ধনের জন্য আমরা তাদের নাম নাম্বরিং করে রাখবো।

তিনি আরও বলেন, ভ্যান চালকদের জন্য নাম, আইডি নম্বর, লোগো’সহ কোর্টের পাশাপাশি আমারা ভেবেছি একটি করে গেঞ্জি, ক্যাপ ও কার্ড প্রদান করবো। এসব বানানোর জন্য সম্ভাব্য কিছু খরচ লাগতে পারে। বলা হয়েছে কতৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। কতৃপক্ষ চাইলে ফ্রিতে দেয়া হবে।

আরও পড়ুন…নৌকাই যার অস্তিত্ব – সেই কিশোর সামাদ আজাদ

অথবা বেশি খরচ কতৃপক্ষ বহন করবে তাদের থেকে অল্প কিছু নেয়া হবে। উপ-উপাচার্য বলেছেন এ ব্যাপারে আলোচনা করা হবে। সিস্টেমে না এসে একদম ফ্রিতে সবকিছু করে দেয়া হলে তারা সে আইন মানবে না। তাই আমরা আইন করবো যেন এসব ছাড়া কেউ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে না।

উল্লেখ্য, এদিকে গত ২২ আগস্ট ক্যাম্পাসের ভিতরে ৫ টাকার ভাড়া ১০ টাকা করার দাবিতে বট তলায় অধিকাংশ ভ্যান চালকেরা অবস্থান কর্মসূচি পালন করে। তাদের কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় তাদের কাছ থেকে কোন টাকা-পয়সা নেয় নি।

আরও পড়ুন…হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

তারা ভাড়া বৃদ্ধির জন্য দাবি জানিয়েছেন। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ৫ টাকায় এখন আর তাদের পোষাচ্ছে না। এজন্য তারা ৫ টাকার জায়গায় ১০ টাকা চায়।

ইবাংলা/ জেএন

ইবিনম্বরনিবন্ধনপ্রশাসনের