জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে: মান্নান

নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জ

জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে। এসময় প্রার্থীরা টাকা খরচ করে, বেচাকেনাও বাড়ে। তবে আন্দোলনের নামে যদি দেশে নাশকতা, অগ্নিকাণ্ড, হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে সাধারণ মানুষের ক্ষতি হবে। এমনকি তা দেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে।

বুধবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে জাতীয় মাছ অবমুক্ত করণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, নির্বাচনের সময় বেচাকেনা বাড়ে। এ সময় মানুষ মনের আনন্দে চা শিঙাড়া খেতে পারেন। প্রার্থীরা টাকা খরচ করেন। এটি ভালো দিক।

তিনি আরও বলেন, যদি আন্দোলনের নামে সরকারি অফিস আদালতে হামলা ও সড়ক পথে আক্রমণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে দেশের মানুষের ক্ষতি হবে।

আরও পড়ুন…গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে ব্যর্থ সরকার : জামায়াত

এতে দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা, মোহাম্মদ শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইবাংলা/ জেএন

আয়জাতীয়দেশেরনির্বাচনেবাড়ে