ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে সাত দিন পর উদ্ধার হওয়ায় তার স্ত্রী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে। এ নিয়ে গণমাধ্যমের কাছে তার স্ত্রী সাবিকুন্নাহার বলেন, স্বামীকে দেখতে রংপুর যাচ্ছি না। আমি রংপুর কেন যাব? দেখি কী হয়। বলতে তো পারছি না, ওরা যদি গ্রেফতার দেখায় কোনো মামলায়।
আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের শ্যালক মো. জাকারিয়া বলেন, আবু ত্ব-হা শুক্রবার জুমার নামাজের পর তাদের রংপুরের বাড়িতে ফিরে আসার খবর পেয়েছেন তিনি।
আলোচিত ইসলামী বক্তাকে ফিরে পাওয়ার পর তার ভাই তারেক বলেন, ত্ব-হা এসে পানি খেয়েছে। এরপর থানার ওসি সাহেব জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলো। আমরা তার সাথে কথা বলার সুযোগই পেলাম না। তাকে মানসিকভাবে বিপর্যস্ত দেখাচ্ছিল। তার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে যেন আবার দ্বীন প্রচার করতে পারে।
আবু ত্ব-হা গত ১০ জুন দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন। ৩১ বছর বয়সী এই বক্তা নিখোঁজের পর থেকে সারাদেশে ব্যাপক আলোচনার শুরু হয়। আবু ত্ব-হা উদ্ধার হওয়ার পর শুক্রবার (১৮ জুন) রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, রংপুরের একটি বাড়িতে তাকে পাওয়া গেছে।
ই বাংলা/ আই/ ১৮ জুন, ২০২১