প্রথম হারের মুখ দেখল ভারত: হাথুরু

ক্রীড়াঙ্গন ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে এক বল আগে অলআউট হয়ে যায় ভারত। আর এই হারের সুবাদে চলতি টুর্নামেন্টে প্রথম হারের মুখ দেখল ভারত।

ম্যাচটি ছিল দুই দলের জন্যই নিয়মরক্ষার। কেননা ভারত এই ম্যাচের আগেই জায়গা করে নিয়েছিল এশিয়া কাপের ফাইনালে। আর বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছিল তারও আগে।

আরও পড়ুন…এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলবে সোমবার

শেষ ম্যাচে ভারতকে হারানোর আত্মবিশ্বাস বিশ্বকাপেও সঙ্গী হবে— এমনটিই বিশ্বাস করে টাইগারদের হেডকোচ হাথুরু, ‘এমন আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়া অনেক ভালো ব্যাপার।

এই এশিয়া কাপে যদিও আমাদের দলীয় পারফরম্যান্স কম হয়েছে। তবে আমরা অনেক ভেন্যুতে এবং উইকেটে খেলেছি। আমরা অনেক খেলোয়াড়কে পরখও করে নিতে পেরেছি। এখন (বিশ্বকাপের জন্য) ১৫ সদস্য বেছে নেওয়া অনেক কঠিনও হয়ে গেল।’

নিয়মরক্ষার ম্যাচটিতে ভারতের একাদশে ছিলেন না বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জশপ্রিত বুমরাহর মতো তারকারা। তবে বাংলাদেশেও এই ম্যাচে বাজিয়ে দেখেছিল তাদের সাইড বেঞ্চের শক্তিমত্তা।

ভারতের মতো দলকে হারানোর মধ্য দিয়ে এশিয়া কাপের মিশন শেষ করতে পারায় বেশ সন্তুষ্ট টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। জয়টা সান্ত্বনার হলেও সেটি লঙ্কান এই কোচের কাছে বেশ তৃপ্তিদায়ক।

দেশে ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান টাইগার এই কোচ।

হাথুরুসিংহে বলেন, ‘আমাদের জন্য এটি দারুণ তৃপ্তিদায়ক একটি জয়। কমবেশি সব খেলোয়াড়েরই এই জয়ে অবদান আছে। এই ম্যাচে সম্মিলিত সেই চেষ্টাটা দেখা গেছে। যা ভীষণ স্বস্তিদায়কও।’

আরও পড়ুন…দেশের যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

তিনি আরও বলেন, ‘ভারত আজকের আগপর্যন্ত ছিল অপরাজিত। কাজেই ওদের হারানোর জন্য ছেলেদের অনুপ্রাণিত করারও প্রয়োজন ছিল না।’

এশিয়া কাপের মিশন শেষ করে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে দেশে পৌঁছায় বাংলাদেশ। দিন দুয়েক বিশ্রাম নিয়ে এরপর টাইগাররা মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে।

ইবাংলা/ জেএন

প্রথমভারতমুখ দেখলহারের