প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত মডেল মসজিদ নির্মানের ভিত্তি প্রস্তুর স্থাপনে সড়ক বিভাগের বাধা প্রদানের প্রতিবাদে ঘন্টাব্যাপী রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।
কয়েকশো মানুষের বিক্ষোভের মুখে সৃষ্ট উদ্বূব্ধ পরিস্থিতিতে রাঙামাটির জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান।
আরও পড়ুন…বাংলাদেশের গ্রুপে যারা যুব বিশ্বকাপের সূচি প্রকাশ,
এসময় জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ-পিপিএম(বার) বিক্ষোভরত এলাকাবাসীর সাথে কথা বলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত মডেল মসজিদ রাঙামাটি সদর উপজেলাধীন কলেজ গেইট এলাকায় স্থাপন করার সিদ্ধান্ত বহাল রাখার আশ^াস দিলে বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নেওয়া হয়।
জানাগেছে, সরকারের সিদ্ধান্ত অনুসারে রাঙামাটি সদর মডেল মসজিদ স্থাপনকল্পে ২০২২ সালে ধর্ম মন্ত্রনালয় থেকে অনুমোদন পাওয়ার পর ১৭ কোটি টাকার ডিপিপি মূল্যে রাঙামাটি শহরের কলেজগেইট এলাকায় সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় সংলগ্ন কলেজ গেইট এসই কমপ্লেক্স (সওজ) এর মসজিদটির স্থানকে নির্ধারণ করা হয়। সেখানেই রাঙামাটি সদর মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় বাস্তবায়নকারি প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ কর্তৃপক্ষ।
আরও পড়ুন…কাজের গতি আনতে জাতিসংঘের সংস্কার প্রয়োজন
তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে উক্ত স্থানে এই প্রকল্পের ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির। কিন্তু বেলা ১১ টার সময় উক্ত অনুষ্ঠানের শুরুতেই বাধা প্রদান করে সড়ক বিভাগ কর্তৃপক্ষ।
রাঙমাটি সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী কর্তৃক এই বাধা অন্যায়ভাবে প্রধান করা হয়েছে এমন অভিযোগ তুলে স্থানীয় কয়েকশো এলাকাবাসী রাঙামাটি-চট্টগ্রাম সড়কে
অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
এই বিক্ষোভের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ। বিক্ষোভরতদের সাথে আলাপ করে রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ-পিপিএম(বার) উভয়েই এই ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনপূর্বক সিলেক্টকৃত স্থানেই মডেল মসজিদ নির্মাণ করা হবে এমন আশ^াস দিলে বিক্ষুব্ধরা তাদের কর্মসূচী প্রত্যাহার করে নেয়।
আরও পড়ুন…সিসিইউতে খালেদা জিয়া
এদিকে, রাঙামাটির গণপূর্ত বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, রাঙামাটি সদর মডেল মসজিদ প্রকল্পটি আগামী ২৪ তারিখে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে মসজিদ নির্মাণ কার্যক্রম শুরু করা হবে।