ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় ১১টায় ভারতের ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এদিকে দ্বিতীয় ম্যাচে বাদ পড়ছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দলে এসেছেন শেখ মেহেদি।

আরও পড়ুন>> ফিলিস্তিনিদের পাশে আছে সৌদি: প্রিন্স সালমান

এবারের বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত, ইংল্যান্ডের ঠিক উল্টো। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা, ইংল্যান্ড ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের সঙ্গে মুখোমুখি হওয়া শেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে ইংল্যান্ড। ২০১১ সালে দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছিল সাকিবরা। ২০১৫ সালে তো বাংলাদেশের কাছে হেরেই ইংলিশরা বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদি।

ইংল্যান্ড একাদশ:

জনি বেয়ারস্টো, দাউদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস উকস আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।

ইবাংলা/এসআরএস

ফিল্ডিংয়ে বাংলাদেশ