ডি ককের সেঞ্চুরিতে প্রোটিয়াদের সংগ্রহ ৩১১ রান

আবারও জ্বলে উঠলেন কুইন্টন ডি কক। ২০২৩ বিশ্বকাপে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি হাঁকালেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। বৃহস্পতিবার লখনৌতে তার ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রানের সংগ্রহ পেয়েছে প্রোটিয়ারা।

১৯তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে ডি কক থামেন ১০৯ রানে। তার ১০৬ বলের ইনিংসে ছিল ৮ চার এবং ৫ ছক্কার মার। ওপেনিংয়ে নেমে ৩৫.৫ ওভার পর্যন্ত ব্যাটিং করেছেন তিনি। তেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ১০৮ রানের (১১৮ বলে) উদ্বোধনী জুটি গড়ে তুলেন ডি কক। দুই প্রোটিয়া ওপেনারকে আউট করেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন>> শেখ হাসিনার অধীনে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন হবে: কাদের

১৯.৪ ওভারে দলীয় ১০৮ এবং ব্যক্তিগত ৩৫ রানে আউট হন বাভুমা। ডি কককে ম্যাক্সওয়েল তার শিকার বানান ৩৪.৫ ওভারে। ডি ককের দিনে হাফসেঞ্চুরি তুলে নেন আগের ম্যাচে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি হাঁকানো এইডেন মার্করাম। থামেন ৫৬ রানে।

এছাড়া ব্যাট হাতে অবদান রাখেন রাশি ফন ডার ডাসেন (২৬), হেনরিখ ক্লাসেন (২৯) এবং মার্কো জ্যানসেন (২৬)।

ইবাংলা/এসআরএস

 

ডি ককের সেঞ্চুরি