ভারত ম্যাচে সাকিবের খেলা নিয়ে শঙ্কা

পায়ের ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। তাতে ভারত ম্যাচে বাংলাদেশ অধিনায়কের খেলা অনিশ্চিত। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শনিবার বোর্ডের এক কর্মকর্তা শঙ্কার কথা জানিয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় অস্বস্তিতে দেখা যায় সাকিবকে। বোঝাই যাচ্ছিল পায়ের সমস্যা নিয়ে খেলছেন তিনি। ৫১ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪০ রান। এরপর বোলিংয়েও ১০ ওভারের কোটা পূর্ণ করেন তিনি। ৫৪ রান খরচায় পান ১ উইকেট।

আরও পড়ুন>> ২২ অক্টোবর বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান

ম্যাচ শেষ হওয়া মাত্রই হাসপাতালে ছুটে যান টাইগার অধিনায়ক। তাই পুরস্কার বিতরণী মঞ্চে সাকিবের প্রক্সি দেন নাজমুল হোসেন শান্ত। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আমি নিশ্চিত নই যে সে পরের ম্যাচে খেলবে কিনা। তবে কিছুটা শঙ্কা আছেই। কারণ তার পেশিতে হালকা চিড় ধরা পড়েছে।’

ইবাংলা/এসআরএস

সাকিব