তামিমকে টি-টোয়েন্টির অধিনায়ক হওয়ার প্রস্তাব বিসিবি’র

ক্রীড়া প্রতিবদেক

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার দিন দুই আগে নিজেকে সরিয়ে নেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক হয়ে পড়ে ক্রিকেট মহল। তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে গিয়ে ভরাডুবি ঘটেছে টাইগারদের। তাই ওয়ানডের পর টি-টোয়েন্টির নেতৃত্বও এই ড্যাশিং ব্যাটারের হাতে তুলে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছিল টাইগাররা। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে যাত্রা শুরু করেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। পরের দুই ম্যাচে কোনো রকমে জিতে সুপার টুয়েলভে পা রাখে বাংলাদেশ দল।

মূল পর্বে অন্তত দুবার ১০০-এর নিচে অলআউট হয় টাইগাররা। ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হয়েছেন লিটন-সৌম্যরা। শেষ অবধি সুপার টুয়েলভ থেকে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ দল। এমন ব্যর্থতার দায়ভার নিতেই হচ্ছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। বিশ্বকাপে চরম ব্যর্থতার পর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব মাহমুদউল্লাহর কাঁধে থাকছে কি? সে প্রশ্ন উঠেছে বাংলাদেশ দলের দেশে ফেরার আগেই।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে টি-টোয়েন্টির দায়িত্ব নিতে প্রস্তাব দেওয়া হয়েছে।

খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে তামিমকে টি-টোয়েন্টিরও অধিনায়ক হতে প্রস্তাব দিয়েছেন।

একটি সূত্র জানায়, নেপাল লিগে আঙুলে চোট পাওয়ার পর অনেক দিন মাঠের বাইরে থাকা তামিম শনিবার মিরপুর গ্রাউন্ডে অনুশীলনে নামেন। তার লক্ষ্য— পাকিস্তানের বিপক্ষে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে অংশ নেয়া। তা ছাড়া জাতীয় ক্রিকেট লিগেও খেলার অপেক্ষায় তিনি। নিজেকে ফিরে পেতে মাঠে নামলে এ দিন তামিমকে টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার প্রস্তাব দেন বিসিবি প্রধান।

দীর্ঘ তিন মাস জাতীয় দলের বাইরে তামিম। জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ খেলে আর লাল-সবুজের জার্সি পরেননি তিনি। হাঁটুর চোটের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ সময় এ ফরম্যাটে না খেলার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন।

ইবাংলা/ এইচ/৭ নভেম্বর, ২০২১

Comments (0)
Add Comment