আফগানদের ২৮৯ রানের লক্ষ্য দিল কিউইরা

হঠাৎ ছন্দপতন হয়েছিল নিউজিল্যান্ড ব্যাটারদের। চাপের মুখে দলের হাল ধরেন অধিনায়ক টম লাথাম এবং স্পিন অলরাউন্ডার গ্লেন ফিলিপস। দুজনেই তুলে নেন হাফসেঞ্চুরি। তাদের ব্যাট ভর করে আফগানিস্তানকে জয়ের জন্য ২৮৯ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।

বুধবার চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রান করে নিউজিল্যান্ড। লাথাম ও ফিলিপস ছাড়াও হাফসেঞ্চুরি করেন উইল ইয়ং। দুই তৃতীয় সাক্ষাতে আফগানিস্তানের বিপক্ষে এটাই সর্বোচ্চ সংগ্রহ নিউজিল্যান্ডের।

আরও পড়ুন>> কেউ অংশ না নিলে নির্বাচন আটকে থাকবে না: ওবায়দুল কা‌দের

আজ প্রথম পাওয়ারপ্লেতে প্রতিপক্ষের উদ্বোধনী জুটি ভাঙেন মুজিব উর রহমান। ইনিংসের সপ্তম ওভারে শিকার বানান ডেভন কনওয়েকে। মুজিবের এলবির আবেদন নট আউট বলেছিলেন মাঠ আম্পায়ার। পরে রিভিউ নিয়ে নিজেদের পক্ষে রায় পায় আফগানরা।

দ্বিতীয় উইকেট জুটিতে শতরান ছাড়িয়ে যায় নিউজিল্যান্ডের সংগ্রহ। তবে দুই ওভারে তিন উইকেট শিকার করে দারুণভাবে ম্যাচে ফেরে আফগানরা। ২১তম ওভারে জোড়া আঘাত হানেন আজমতউল্লাহ ওমরজাই। প্রথমে ইয়ং-রাচিন রবীন্দ্রের ৭৯ রানের জুটি ভাঙেন তিনি। আউট করেন ৩২ রান করা রবীন্দ্রকে।

ওভারের শেষ বলে আজমতউল্লাহ’র দ্বিতীয় শিকার হন ইয়ং (৫৪)। পরের ওভারে রশিদ খানের স্ট্রাইক। ড্যারিল মিচেলকে (১) ইব্রাহিম জারদানের ক্যাচ বানান আফগান স্পিনার। তবে নিউজিল্যান্ডের বিপদ বড় হতে দেননি লাথাম ও ফিলিপস। পঞ্চম উইকেট জুটিতে ১৫৩ বলে ১৪৪ রান করেন দুজনে।

৪৮তম ওভারে দুই কিউই ব্যাটারকে শিকার করেন নাভিন উল হক। ৮০ বলে ফিলিপসের ৭১ রানের ইনিংসে ছিল ৪টি করে চার-ছক্কা। লাথামের ৬৮ রানের ইনিংস সাজান ৩ চার ও ২ ছক্কায়। শেষ দিকে কিউইদের লক্ষ্য তিনশ’র কাছাকাছি পৌঁছায় মার্ক চাপম্যান ঝড়ে। ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন তিনি।

ইবাংলা/এসআরএস

কিউইরা