অতীতে চোখ রেখে সতর্ক দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে বিশ্বকাপে সমানে সমান বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ৪ বারের সাক্ষাতে ২টি করে জয় উভয় দলের। এমনকি দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড আছে টাইগারদের। সেটা গত বছরের মার্চে। তাই অতীতে চোখ রেখে সতর্ক দক্ষিণ আফ্রিকা।

এবারের বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের পর দাপুটে অবস্থানে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচে ৩ জয়ে লিগপর্বের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে প্রোটিয়ারা। একটি বাদে সবগুলোতে তাদের দলীয় সংগ্রহ ছাড়িয়েছে তিনশ। শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল ৪২৮ করার রেকর্ড।

আরও পড়ুন>> সাকিবও নিশ্চিত নন মাঠে ফেরা নিয়ে

শুধু ব্যাটাররা নয়, প্রোটিয়া বোলাররাও দারুণ ছন্দে আছে। এই দলটিই অবশ্য চলতি বিশ্বকাপে অঘটনের শিকার হয়েছে। হেরেছে পুচকে নেদারল্যান্ডসের কাছে। ডাচদের তুলনায় টিম টাইগার্স শক্তি-সামর্থ্যে যথেষ্ট শক্তিশালী। তাই প্রতিপক্ষ হিসেবে টাইগার সমীহ করে দক্ষিণ আফ্রিকা।

সোমবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে এইডেন মার্করাম বলেছেন, ‘যখনই বাংলাদেশের বিপক্ষে খেলা হয়, এটা অবশ্যই আমাদের জন্য বড় ম্যাচ। অতীতে আমরা তাদের বিপক্ষে ভালো খেলিনি। এটা আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে ইংল্যান্ডের বিপক্ষে যা করেছি তেমন কিছু করতে।’

প্রোটিয়া ব্যাটার যোগ করেন, ‘এই বিশ্বকাপেও আমরা দেখেছি যেকোনো দল যে কাউকে হারাতে পারে। আপনি যদি এই বিষয়টাকে সম্মান না করেন তাহলে ক্রিকেট আপনাকে আঘাত করবে। কাল আমাদের জন্য সুযোগ ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাস আরেকটু বাড়িয়ে নেওয়া।’

ইবাংলা/এসআরএস

দক্ষিণ আফ্রিকা