ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।

সোমবার (২৩ অক্টোবর) রাতে জেলা প্রশাসক (ডিসি) আবুল কালাম আজাদ এতথ্য জানান।

জেলা প্রশাসক আবুল কালাম জানান, নিহতদের তালিকা করে পরিচয় শনাক্তের পর তাদের পরিবারের নিকট টাকা পৌঁছে দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য সর্বাধিক ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন>> অতীতে চোখ রেখে সতর্ক দক্ষিণ আফ্রিকা

এদিকে, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন অসংখ্য। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগার সিন্ধুর গোধুলী ট্রেনকে ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী একটি ট্রেন ধাক্কা দেয়। বিকেল ৪টার দিকে আমরা দুর্ঘটনার খবর পাই। আহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব ও বিজিবি সদস্যরা।

দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে রাত পৌনে ৮টার দিকে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়।

ইবাংলা/এসআরএস

ট্রেন দুর্ঘটনা