রোববারের কার্যক্রম নিয়ে যা জানালো মার্কিন দূতাবাস

দেশের বর্তমান পরিস্থিতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তা প্রদান করেছে। শনিবার (২৮ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুকে এক পোস্টে এ বার্তা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস রোববার (২৯ অক্টোবর) সরকারি পরিষেবাগুলো সীমিত করবে। যুক্তরাষ্ট্রের পরিষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বা ভিসা অ্যাপয়েন্টমেন্টসহ দূতাবাস অফিসে নির্ধারিত যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ভবিষ্যতে তারিখ নির্ধারণ করা হবে।

আরও পড়ুন>>গাজীপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এর আগে, রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। এক পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক কর্মীহত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাকরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করবো। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই।

ইবাংলা/এসআরএস

মার্কিন দূতাবাস