ভালো খেলে পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

হারের বৃত্ত ভাঙবে কে? বাংলাদেশ না পাকিস্তান? সাকিব আল হাসানের মতে, যারা ভালো খেলবে তারাই জিতবে। তাই ভালো খেলে পাকিস্তানকে হারানোর আশায় বাংলাদেশ অধিনায়ক। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সাকিব।

কলকাতার ইডেনে এগিয়ে থাকবে কোন দল- এমনটা জানতে চাইলে সাকিব বলেছেন, ‘দুই দলের মধ্যে কাউকে এগিয়ে-পিছিয়ে রাখতে চাই না। কালকে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। এটা জিততে চাই। পাকিস্তানের জন্যও একই ঘটনা। তারাও জিততে চায়। যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা পাকিস্তানের চেয়ে ভালো খেলার চেষ্টা করব যাতে আমরা জিততে পারি।’

আরও পড়ুন‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে জিততেই হবে’

বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরেছে বাংলাদেশ। অপরদিকে পাকিস্তান তাদের সবশেষ চার ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছে। এটাকে কী কোনো অনুপ্রেরণা হিসেবে দেখছে টিম টাইগার্স? প্রশ্নের জবাবে হেসে কুটি কুটি হন সাকিব। বলেছেন, ‘একই কথা তো ওরাও বলতে পারে যে বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচ হেরেছে। কী বলবো বলেন (হাসি)। মাঝে মাঝে হাসির দরকার আছে।’

ইবাংলা/এসআরএস

পাকিস্তানবাংলাদেশ