মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন শহীদবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবিপ্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> নোয়াখালীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ

গোয়েন্দা পুলিশ জানায়, ২৮ অক্টোবর নয়াপল্টনে সহিংসতা ও ২৯ অক্টোবর হরতাল-সহিংসতা ও ভাঙচুরের ঘটনার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের ডিবি কার্যালয়ে মতিঝিল বিভাগে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

এদিকে মঙ্গলবার দুপুরে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় মির্জা আব্বাসের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালত।

ইবাংলা/এসআরএস

আলালমির্জা আব্বাস