রাজধানীর মিরপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাকশ্রমিকরা। তাদের দাবি— মঙ্গলবার বিক্ষোভের সময় সরকার দলীয় লোকজনের হামলায় তাদের এক সহকর্মী নিহত হয়েছে। এমন দাবি তুলে তারা বুধবার (১ নভেম্বর) সকালে কর্মস্থলে প্রবেশ করার কিছুক্ষণ পর বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। কিন্তু তাদের এই দাবির স্বপক্ষে তেমন কোনো প্রমাণ পায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মিরপুর জোনের পুলিশের এসি হাসান মো. মুহতারিম বলেন, তারা আজ মজুরি বৃদ্ধির দাবিতে নয়, তাদের এক সহকর্মীর মৃত্যু হয়েছে এই দাবি তুলে বিক্ষোভ করছে। তবে এখন মিছিল নিয়ে তারা দারুস সালামের দিকে এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন>> রিজভীর নেতৃত্বে রামপুরায় মিছিল
জানা গেছে, মঙ্গলবার বিক্ষোভ করার সময় গার্মেন্টস মালিক স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীদের কাজে লাগিয়ে তাদের উপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। কিন্তু গুজব ছড়ায়, তাদের এক সহকর্মী মারা গেছেন। তবে সেই ব্যক্তি কোথায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ও তার লাশ কোথায় আছে এমন কোনো তথ্য তারা দিতে পারছে না। ফলে বিষয়টিকে গুজব হিসেবে দেখছে পুলিশ।
সর্বশেষ খোঁজ নিয়ে জানা গেছে, গার্মেন্টস শ্রমিকরা সকাল ৯টার দিকে মিরপুর সাড়ে ১১ থেকে সহকর্মী নিহতের দাবি তুলে বিক্ষোভ মিছিল বের করে। এরপর সেই মিছিল মিরপুর ১০, ১১, ১২ ও ১৩ হয়ে দারুস সালামের দিকে যায়। শ্রমিকদের সবার হাতে কম বেশি লাঠি ছিল। পুলিশ তাদের বিক্ষোভ মিছিলে কোনো বাধা দেয়নি। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছে শ্রমিকরা।
ইবাংলা/এসআরএস