২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে ইলিশ শিকারে নামছে জেলেরা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নামছে জেলেরা। আজ রাত ১২টার পরই তাদের ওপর দেয়া নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে। ফলে বাজারে আবারও দেখা মিলবে মাছের রাজা ইলিশের। পাথরঘাটার হাজারো জেলে যাবে ইলিশের সন্ধানে সমুদ্রে। শেষ মুহূর্তে সকল প্রস্তুতি শেষ করেছেন তারা।

অবরোধ সফল হওয়ায় গতবারের চেয়ে এবার মাছের উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে মৎস্য বিভাগ ও মৎস্যজীবীরা। তবে এই সময় মাথাপিছু যে চাল বরাদ্দ পেয়েছেন জেলেরা, তা চাহিদার চেয়ে খুবই কম ছিল বলে অভিযোগ জেলেদের। তাই চালের পরিমাণ বাড়ানোসহ প্রকৃত জেলেদের নিবন্ধন ও চালের সঙ্গে নগদ অর্থ সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নৌকা তৈরি, নৌকা মেরামত, জাল মেরামতসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজ শেষ করেছেন ইতোমধ্যে।

আরও পড়ুন>> মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন

পদ্মার জেলে শহিদুল বলেন, অবরোধের ২২ দিন আমাদের অনেক কষ্টে কেটেছে। অবরোধ শেষে আমরা সমুদ্রে যাব, সমুদ্র গিয়ে জাল ফেলে যদি ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা পাই তাহলে তখন মনে কষ্ট থাকবে না। অবরোধকালীন সময়ে সরকারি সহায়তা চাল পেয়েছি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আজ মধ্যরাতে ২২ দিনের মাছ শিকারের অবোরধ শেষ হবে। উপকূলীয় প্রান্তিক জেলেদের মাঝে একটা আনন্দ ও উৎসব বিরাজ করছে। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা পাথরঘাটায় সফলভাবে পালন করা হয়েছে।

উপজেলায় মোট নিবন্ধিত জেলে ১১ হাজার ৮৮ জন। অবরোধকালীন সময়ে এই সকল নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে পাথরঘাটার  সকল জেলেদের ধন্যবাদ জানাই তারা সরকারের সকল নির্দেশনা মেনে অবরোধ পালন করার জন্য।

ইবাংলা/এসআরএস

ইলিশ শিকারনিষেধাজ্ঞা