শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে সেমিতে ভারত

গত সেপ্টেম্বরে কথা। কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করে ভারত। শিরোপার স্বাদ পায় ১০ উইকেটে অনায়াস জয়ে। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার লক্ষ্য নিয়েই হয়তো বৃহস্পতিবার মুম্বাইয়ে রোহিত শর্মাদের মুখোমুখি হয়েছিল লঙ্কানরা। কিন্তু কিসের কী! প্রতিশোধ নেওয়া তো দূরের কথা; তাদের আরও বড় লজ্জায় ডুবিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

ভারতের মাটিতে প্রথমে ব্যাট করার দুঃসাহস দেখায়নি শ্রীলঙ্কা। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। দাওয়াত গ্রহণ করে অতিথি বোলারদের ঝুলি রানে ভরিয়ে দেন শুভমান গিল, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার। যদিও মাদুসাঙ্কার ফাইফারে (৫/৮০) তিনজনের কেউ পায়নি সেঞ্চুরি। তবে ব্যাটিংয়ে এই ত্রয়ীর দাপটে ৩৫৭ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। এরপর বোলিংয়ে জুটি বেধে মাত্র ৫৫ রানে শ্রীলঙ্কা ইনিংস গুটিয়ে দেন মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি।

আরও পড়ুন>>সাংবাদিকদের জন্য শেখ হাসিনার সহায়তা নজিরবিহীন: তথ্যমন্ত্রী

রান তাড়ায় লঙ্কান ব্যাটারদের আশ্চর্যপতন দেখেছে ক্রিকেট বিশ্ব। ১৩.১ ওভারে মাত্র ২৯ রানে ৮ উইকেট হারায় দ্বীপ দেশটি। মোট পাঁচ ব্যাটার ফিরেন শূন্য রানে। দুই ওপেনার- পাথুম নিসাঙ্কা ও দিমুথ করুনারত্নে এবং সাতে নামা দুসান হেমন্ত মারেন গোল্ডেন ডাক। বিনা রানে আউট হওয়া অপর দুই ব্যাটার হলেন সাদিরা সামারাবিক্রমা এবং দুসমান্থা চামিরা। ১ রান করে আউট হন অধিনায়ক মেন্ডিস এবং চারিথ আসালঙ্কা। প্রথম ৮ ব্যাটারের মধ্যে কেবল অ্যাঞ্জেলো ম্যাথুস (১২) পৌঁছাতে পারেন দুই অঙ্কের ঘরে।

দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই নিসাঙ্কাকে এলবি করেন জাসপ্রিত বুমরাহ। পরের ওভারে সিরাজের জোড়া আঘাতে মাঠ ছাড়েন করুনারত্নে-সামারাবিক্রমা। নিজের পরের ওভারে মেন্ডিসকে শিকার বানান সিরাজ। এরপর শামি শো। তিন ওভারে চার লঙ্কান ব্যাটার- চারিথ, হেমন্ত, চামিরা ও ম্যাথুসকে সাজঘরে পাঠান তিনি। ভারতের পেসার ত্রয়ীর ভয়ঙ্কর স্পেলে বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবতে বসেছিল শ্রীলঙ্কা। যা কানাডাকে দিয়েছে লঙ্কানরা। ২০০৩ বিশ্বকাপে কানাডাকে ৩৬ রানে অলআউট করেছিল তারা।

শ্রীলঙ্কার গড়া সেই রেকর্ড ভাঙতে দেননি মাজিশ থিকসানা এবং কাসুন রাজিথা। দুজনের ২০ রানের জুটিতে লজ্জার পরিমাণ কিছুটা কমে দলটির। ১৪ রান রজিথাকে আউট করে ৫ উইকেটে কোটা পূরণ করেন শামি। এরপর মাদুসাঙ্কাকে (৫) শিকার করে ৩০২ রানে ভারতের জয় নিশ্চিত করেন রবীন্দ্র জাদেজা। বিশ্বকাপের ইতিহাসে রান ব্যবধানে এটি দ্বিতীয় বড় জয়। একইসঙ্গে ১৪ পয়েন্টে টেবিলের শীর্ষস্থান দখলে নিয়ে সেমি নিশ্চিত করেছে ভারত।

৭ ম্যাচ শেষে শ্রীলঙ্কার ঝুলিতে জমা পড়েছে মাত্র ৪ পয়েন্ট। অবস্থান করছে ৭ নম্বরে। কাগজে-কলমে এখনও তাদের বাদের খাতায় ফেলার সুযোগ নেই। তবে সেরা চারে থাকা প্রায় অসম্ভব।

ইবাংলা/এসআরএস

ভারত