গাজীপুরে ট্রাক থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরের জয়দেবপুরে ঢিল ছোড়ে ট্রাক থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত ৯টা ৩৩ মিনিটে ট্রাকটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাক গাজীপুর জুগিতলার দক্ষিণখান এলাকা দিয়ে যাচ্ছিল। এমন সময় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে ঢিল ছোড়ে। ট্রাকটি থামলে তারা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। চালক দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন>> অবরোধের আগের রাতে রাজধানীতে পরপর চার বাসে আগুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, গাজীপুরে জয়দেবপুরের জুগিতলায় একটি ট্রাকে আগুন লাগে। গাজীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ আছে। সেগুলো যাচাই-বাছাই করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা/এসআরএস

ট্রাক থামিয়ে আগুন