নতুন শুরুর অপেক্ষায় নিউজিল্যান্ড

৪৫ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের লিগপর্ব শেষ হয়েছে। প্রথম রাউন্ডে পাঁচ জয় এবং চার হারে টেবিলে চতুর্থ স্থানে ছিল নিউজিল্যান্ড। বুধবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। স্বাগতিকরা শতভাগ জয়ে লিপপর্ব শেষ করেছে টেবিলের শীর্ষে থেকে। তবে নকআউট ম্যাচের আগে এই অবস্থানগুলো কেন উইলিয়ামসনের কাছে অপ্রাসঙ্গিক। নিউজিল্যান্ড অধিনায়কের মতে, ফাইনালের সামনে এসে সবকিছু নতুন করে শুরু করতে হয়।

আরও পড়ুন>>স্মার্ট নিউজিল্যান্ড ভাবাচ্ছে রোহিতকে

মঙ্গলবার উইলিয়ামসনের সংবাদ সম্মেলনে বারবার চলে আসে টেবিলের প্রসঙ্গে। প্রথম ছয় সপ্তাহের ৪৫ ম্যাচকে ইতিহাসের পাতায় রেখে নিউজিল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘ফাইনালের কাছে এসে সবকিছু আবার শুরু হয়।  চূড়ান্ত পর্যায়ে যাওয়া এবং তারপরে একটি নতুন কৌশল করা দুর্দান্ত, কারণ এটি আবার প্রথম থেকে শুরু হয়।’

উইলিয়ামসন আরও বলেছেন, ‘রাউন্ড-রবিন লিগে আপনাকে ভালো অবস্থান ধরে রাখতে আপনি ছয় সপ্তাহ জুড়ে ভালো ক্রিকেটের উপর ফোকাস করেছেন… দলগুলো এই পর্যায়ে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে। এত দীর্ঘ সময়ের একটি টুর্নামেন্টে অনেক ভালো ক্রিকেট খেলতে হয়। কিন্তু যখন ফাইনালে যান, তখন সবকিছু নতুন করে শুরু হয়।’

ইবাংলা/এসআরএস

নিউজিল্যান্ড