পারফিউম দীর্ঘস্থায়ী করতে যা করবেন

ফিচার ডেস্ক :

বাইরে বের হওয়ার জন্য তৈরি হয়ে নয় বরং পারফিউম লাগান গোসলের পর। গোসল করে বের হওয়ার পর পরই পারফিউম লাগালে ত্বক পারফিউম ধরে রাখতে পারে। গোসলের পরে যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়ে তারপরও পারফিউম স্প্রে করতে পারে।

পারফিউমের বোতল ঝাঁকাবেন না। ঝাঁকালে পারফিউমের বোতলে হাওয়া ঢুকে গন্ধ ফিকে হয়ে যেতে পারে।

খুব চড়া আলো আসে বা গরম থাকে এমন জায়গায় পারফিউমের বোতল রাখবেন না। ঠান্ডা, অন্ধকার জায়গাই পারফিউমের জন্য সবচেয়ে ভালো বলে উপদেশ বিশেষজ্ঞদের।

পারফিউমের সুঘ্রান বেশিক্ষন ধরে রাখতে লাগাতে পারেন কানের পিছনে, পেটে, হাঁটুর পিছনে, এমনকি গোড়ালিতেও। শরীরের নিচের দিকের অংশে সুগন্ধি স্প্রে করলে স্থায়িত্ব অনেক বেশি হয় কারণ নিচের পালস পয়েন্টগুলো থেকে গন্ধটা ধীরে ধীরে উপরদিকে উঠে আসে।

পারফিউম বাছুন বুদ্ধি করে। কেনার সময় তিনাটট নোট আলাদাভাবে দেখে নিন। আপনার যদি হালকা ফ্লোরাল বা ফ্রুটি সুগন্ধ পছন্দ হয়, তা হলে ভারী বেস নোটের পারফিউম প্রথমে লাগিয়ে তার উপর হালকা সুগন্ধ লাগাতে পারেন।

পারফিউম বাছুন বুদ্ধি করে। কেনার সময় তিনাটট নোট আলাদাভাবে দেখে নিন। আপনার যদি হালকা ফ্লোরাল বা ফ্রুটি সুগন্ধ পছন্দ হয়, তা হলে ভারী বেস নোটের পারফিউম প্রথমে লাগিয়ে তার উপর হালকা সুগন্ধ লাগাতে পারেন।

ইবাংলা/ টিপি/ ৮ নভেম্বর, ২০২১

Comments (0)
Add Comment