নোবিপ্রবিতে কোয়েনের উদ্যোগে পরিবেশের সুরক্ষায় প্লগিং

পরিবেশের সুরক্ষায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশবাদী সংগঠন কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্কের (কোয়েন) উদ্যোগে এনভোলিড নিবেদিত ‘ডিসেম্বর প্লগিং’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ে প্লগিংয়ের দ্বিতীয়  ধাপ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও বিভিন্ন  বিভাগের সাধারণ শিক্ষার্থীরা । এ সময় তারা নোবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা পরিষ্কার  করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল আলম।

কোয়েনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “প্লগিং পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষার একটি নতুন আন্দোলন। আমরা চাই বিশ্বের অন্যান্য দেশের সচেতন নাগরিকদের মতো আমাদের দেশেও প্লগিং এর মাধ্যমে জনগণ পরিবেশ ও স্বাস্থ্য সচেতন হয়ে উঠুক।”

আরও পড়ুন>>  এখন থেকে ই‌চ্ছামতো সু‌দে আমানত নিতে পারবে ব্যাংক

এ বিষয়ে সাধারণ সম্পাদক মায়িশা মিশকাত বলেন, “আমরা আনন্দিত যে, আমাদের এই আন্দোলনে এনভোলীডকে পাশে পেয়েছি। পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় প্লগিং গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশাবাদী।”

কো-ফাউন্ডার ও সিইও মোরশেদুল বারী বলেন, তরুণ প্রজন্মের পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগ নেওয়ায় আপনাদের সবার প্রতি রইলো শুভেচ্ছা।  আমরা এনভোলিড লিমিটেড এমন উদ্যোগের পাশে থাকতে পেরে গৌরবান্বিত।

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল আলম তার বক্তব্যে পরিষ্কার পরিচ্ছন্নতার এই ধারা অব্যাহত রাখতে কোয়েনের সদস্যদের আহবান জানান। এছাড়াও ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ এবং ক্যাম্পাসের ময়লা আবর্জনা ময়লার গাড়ি দ্বারা নিয়মিত নিষ্কাশনের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রক্টর অধ্যাপক ড.মো. আনিসুজ্জামান,এনভোলিড লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও মোরশেদুল বারী, ইনোভেশন ও সাসটেইনেবলিটি অফিসার মো. রাহাত আহম্মেদ, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, কোয়েনের  মডারেটর ড. আব্দুস সালাম ও কামরুজ্জামান তুষার।ও পরিবেশে বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, গত শনিবার (৯ ডিসেম্বর) ভোরে নোয়াখালী পৌর পার্কে প্লগিংয়ের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও অন্যান্য বিভাগের মোট ১২০ জন শিক্ষার্থী। এ সময় তারা পৌর পার্কসহ শহরের বিভিন্ন জায়গা পরিচ্ছন্ন করেন। এছাড়াও  ইভেন্টটির শেষ ধাপ আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ইবাংলা/এসআরএস

নোবিপ্রবিপ্লগিং