শেষ হলো জলবায়ু সম্মেলন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চুক্তি 

ইস্রাফিল ও শাহরিয়ার চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৮ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে নতুন একটি চুক্তির মধ্য দিয়ে শেষ হলো। চুক্তিতে প্রথমবারের মতো কঠোর ভাষায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। এতে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের কথা না বলে স্পষ্টভাবে সরে আসার আহ্বান জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধের কারণে চুক্তি হওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়। সম্মেলনের আলোচনা বাড়তি সময়ে গড়ায়। অবশেষে আজ বুধবার নতুন চুক্তির ঘোষণা আসে।

আরও পড়ুন>> গোলরক্ষকের তালিকায় যারা ফিফার বর্ষসেরা

বুধবার (১৩ ডিসেম্বর) কপ-২৮ সম্মেলনের প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল-জাবেরের নেতৃত্বে প্রস্তাবটি চূড়ান্ত করতে বৈঠক হয়। চুক্তির বিষয়ে সুলতান আহমেদ আল-জাবের বলেন, ‘একসঙ্গে আমরা বাস্তবতার মুখোমুখি হয়েছি এবং আমরা বিশ্বকে সঠিক পথেই নিতে লক্ষ্য ঠিক করেছি।’

বিশ্বের উষ্ণতা বৃদ্ধির জন্য জীবাশ্ম জ্বালানিকে সবচেয়ে বেশি দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। জ্বালানি তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে বিশ্বের ৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয়। তাই প্রস্তাবিত খসড়ায় জীবাশ্ম জ্বালানিনির্ভরশীলতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জোর দেয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বর্তমানের চেয়ে তিনগুণ করার প্রস্তাব করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৩০ নভেম্বর শুরু হয় এ বছরের জলবায়ু সম্মেলন কপ-২৮। গতকাল ১২ ডিসেম্বর সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও অংশগ্রহণকারী দেশগুলো ঐকমত্যে না পৌঁছানোয় আজ বুধবার ১৩ ডিসেম্বর বর্ধিত সময়ে চুক্তি সই হয়।

ইবাংলা/এসআরএস

জলবায়ু সম্মেল