মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে এক দিনের ব্যবধানে পৌনে ২৮ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় পাচার করে আনা এসএসপাইপ জব্দ করে কোস্টগার্ডের অভিযানিক দলটি। তবে পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।
কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেঃ কমান্ডার হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে ইবাংলাকে জানান,গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার(৮ নভেম্বর) সকালে মোংলা উপজেলার পশুর নদী সংলগ্ন কানাই নগর এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ।
এসময় পরিত্যাক্ত অবস্থায় ৩৫০ কেজি ওজনের (২০ ফুট) লম্বা ৯ টি। আর ৬০ কেজি ওজনের ( ১৮ ফুট) লম্বা ৩৯ টি এস এস পাইপ জব্দ করা হয়। কোস্টগার্ডের দাবী, জব্দকৃত মালামালের মুল্য ২৭ লক্ষ ৭৪ হাজার ৫শত টাকা। জব্দকৃত মালামাল মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।
এর আগে গত রবিবার (৭ নভেম্বর) একই এলাকা থেকে দুটি নৌকাসহ ৪০ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের চোরাই মালামালসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
একটি সুত্র বলছে,মোংলার শিল্পাঞ্চলের নির্মানাধীন বিভিন্ন প্রকল্প থেকে মালামাল পাচার করে আনে বাইদ্দাপাড়া কেন্দ্রীক চোরাই সিন্ডিকেট চক্রটি । কোস্টগার্ডের অভিযানে আটক হওয়ার ভয়ে ওইসব মালামাল ফেলে রেখেযায় তারা।
ইবাংলা/জসিম উদ্দিন/ ৮ নভেম্বর/২০২১