আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমায় দেশের বাজারে ভোজ্যতেল, চিনি এবং ছোলার মতো নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কিছুটা কমেছে। তবে কয়েক মাস ধরে লাগামহীনভাবে বাড়লেও দাম কমার হার নামমাত্র। এর মধ্যে সয়াবিন তেলের দাম লিটারে কমেছে ৩ টাকা, চিনি ২ টাকা এবং ছোলা কমেছে ৫ টাকা।
দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সরেজমিন তথ্য বলছে, ট্রাকে করে ছোলা এনে বস্তায় ভরে গুদামে রাখা হচ্ছে। কারণ, সীমিত কিছু ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে এলসি (ঋণপত্র) খোলার বিধিনিষেধ সরকার শিথিল করেছে। এতে শিল্পগ্রুপগুলো এখন ব্যাপক হারে ছোলা আমদানি করছে। বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতি টন ছোলার বুকিং রেট ৭২০ ডলার এবং ভারতের ৭৭০ মার্কিন ডলার।
বাজারে ছোলার জোগান বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে দাম কমেছে অন্তত ৫ টাকা। গত সপ্তাহে এ বাজারে প্রতিকেজি ভালো মানের ছোলার দাম ছিল ৯৭ টাকা এবং সাধারণ মানের দাম ছিল ৮৫ টাকা, যা বর্তমানে কমে নেমেছে যথাক্রমে ৯২ টাকা এবং ৮০ টাকায়।
রমজানে গত বছরের মতো এবারও ভারত থেকে ছোলা আসবে। তাই আশা করি, বাজার স্থিতিশীল থাকবে। তবে বাজারে কোনো প্রকার কারসাজি করা হলে দাম বাড়তে পারে।