প্রতিবেশীরা জানায়, ময়েন আলীর খাঁর স্ত্রী রেখা খাতুন মঙ্গলবার( ৯ নভেম্বর) সকাল ৬টার দিকে চুলায় রান্না করছিল। একসময় রান্নার প্রয়োজনীয় কিছু জিনিস আনতে ঘরে গেলে ফিরে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং তখনই তিনি সাহায্যের জন্য চিৎকার শুরু করেন।
বাড়ির লোকজন এবং আশপাশের প্রতিবেশীরা প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই চার ভাইয়ের সম্বল।
রেখা খাতুন বলেন, গরিব মানুষ আমরা। সকাল-সকাল রান্না করে একটি কারখানায় কাজে যাই। আজও সকালে রান্না করছিলাম, তরকারি রান্নার জন্য ঘরে হলুদ আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আগুন জ্বলছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জয়নাল আলী খাঁ বলেন, আমরা চার ভাই কখনও মাছ ধরে বিক্রি করি আবার কখনও অন্যের কাছ থেকে মাছ কিনে বিক্রি করি। আবার কখনও অন্যের জমিতে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করি। আগুনের আমাদের সব কেড়ে নিয়েছে। আমরা পথে বসে গেছি। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। সরকারি অন্যান্য সহযোগিতা প্রাপ্তির জন্য লিখিত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইবাংলা/ টিপি/ ৯ নভেম্বর, ২০২১