প্লে-অফে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে ওঠার লড়াইয়ে এখন টানটান উত্তেজনা। প্রথম দুই দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বাকি দুইটি জায়গা নিয়ে এখন লড়াই করছে তিনটি দল।

বিপিএলের পরের পর্বের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আজ হোমগ্রাউন্ডে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনার বিপক্ষে বাচা-মরার এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বন্দরনগরীর দলটির অধিনায়ক শুভাগত হোম।

আরও পড়ুন>> সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ

এবারের আসরে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে চট্টগ্রাম। খুলনার বিপক্ষে ম্যাচটি জিতলেই প্লে অফ নিশ্চিত হবে তাদের। অন্যদিকে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা পাওয়া খুলনা ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। প্লে-অফের টিকিট নিশ্চিতে তাই এনামুল হক বিজয়ের দলেরও জয়ের বিকল্প নেই।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস, মোহাম্মদ ওয়াসিম, বেলাল খান, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, সৈকত আলি, রোমারিও শেপার্ড, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম ও সালাউদ্দিন শাকিল।

খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, জেসন হোল্ডার, শাই হোপ, আরিফ আহমেদ, ওয়েন পারনেল ও পারভেজ হোসেন ইমন।

ইবাংলা/এসআরএস