করোনার উৎস সন্ধানে পুরস্কার ঘোষণা চীনের

আন্তর্জাতিক ডেস্ক :

সর্বশেষ ছড়িয়ে পরা করোনা ভাইরাসের উৎস খুঁজে বের করতে সন্ধানদাতার জন্য হাজার হাজার ডলার পুরস্কার প্রদান করার ঘোষণা দিয়েছে চীন।

বর্তমানে চীনের ৪০টির বেশি শহরে করোনার প্রাদুর্ভাব রয়েছে। রাশিয়ার সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় শহর হেইহি’র কর্মকর্তারা বলেছেন, যারা করোনার উৎস সম্পর্কে তথ্য দেবে তাদের ১ লাখ ইউয়ান বা সাড়ে ১৫ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

গত তিন সপ্তাহে ২০টি প্রদেশ ও অঞ্চলে ৪৩ জনের ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত এদের শনাক্ত করা হয়। বিশ্বের অনেক দেশ বিধিনিষেধ প্রত্যাহার করলেও বেইজিং কর্মকর্তারা শূন্য কভিড কৌশল হিসেবে কঠোরভাবে সীমান্ত বন্ধ, নির্দিষ্ট লক্ষ্যস্থলে লকডাউন এবং দীর্ঘ মেয়াদে কোয়ারেন্টাইন বজায় রেখেছে।

নগর সরকার এক বিবৃতিতে বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব এই ভাইরাসের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ যুদ্ধে প্রাদুর্ভাবের উৎস উদ্‌ঘাটন করার জন্য এর ট্রান্সমিশন শৃংঙ্খল খুঁজে বের করতে হবে, এ জন্য জনগণকে পুরস্কৃত করতে হবে।

ইবাংলা/ টিপি/ ৯ নভেম্বর, ২০২১

করোনার উৎস সন্ধানপুরস্কার
Comments (0)
Add Comment