বক্স অফিসে এখন চলছে বলিউড অভিনেতা অজয় দেবগনের ‘শয়তান’। আর সেটা চলছে বেশ জোর কদমেই। বিকাশ বাহল পরিচালিত ‘শয়তান’ মাত্র ১০ দিনে পৌঁছেছে ১০০ কোটির ক্লাবে। আর বিশ্বব্যাপী ১৫ দিনের মাথায় সিনেমাটি ব্যবসা করেছে ১২০ কোটি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৩ মার্চ) বক্স অফিসে এই সিনেমার ব্যবসায় আরও ৪.৩ কোটি রুপি যুক্ত হয়েছে। আর তাতে দেশীয় বক্স অফিসে আয় দাঁড়িয়েছে ১২০.৯৫ কোটি। আর গত ১৫ দিনে এই সিনেমার আয় দাঁড়িয়েছে ১৬৭ কোটি টাকা।
আরও পড়ুন >> সোমবার ঢাকায় আসছেন ভুটানের রাজা ওয়াংচুক
এর আগে শুক্রবার, বলিউড বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক্স (পূর্বে টুইটার) এ শয়তানের দ্বিতীয় সপ্তাহের বক্স অফিস কালেকশনের পরিসংখ্যান দিয়েছেন। তরণ আদর্শ লিখেছেন ‘শয়তান সম্প্রতি মুক্তি পাওয়ার পরও ধীরে চলার মেজাজেই নেই। সপ্তাহ ২-এ এটা দারুণ একটা স্কোর করেছে।’
কৃষ্ণদেব ইয়াগনিক পরিচালিত ‘শয়তান’ ২০২৩ সালের গুজরাটি হরর ফিল্ম ভাশের হিন্দি রিমেক। এটি প্রযোজনা করেছে জিও স্টুডিও, দেবগন ফিল্মস এবং প্যানোরামা স্টুডিও।
সিনেমার গল্প আবর্তিত হয় একটা দুর্ভাগ্যজনক ও ভয়ঙ্কর রাত ঘিরে। যখন একজন অনাহূত অতিথি (আর মাধবন) পাহাড়ে থাকা একটি প্রত্যন্ত ফার্মহাউসে বসবাসকারী এক পরিবারের মধ্যে ঢুকে পড়ে।
ছবিতে অজয় দেবগনের মেয়ের চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী কাপুর আর অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা। খল চরিত্রে রয়েছেন আর মাধবন।
ইবাংলা/এসআরএস