কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

 জেলা প্রতিনিধি, সিলেট

সিলেটের বিশ্বনাথ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ শুরু হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় (২০২১-২২ অর্থ বছর) আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়। আজ ১২ টায় উপজেলা বিআরডিবি হলরুমে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. নুনু মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্ধন চন্দ্র দাশ, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও নির্বাচিত কৃষকবৃন্দ।

প্রথম দিনে উপজেলার ৮০ জন কৃষকদের মধ্যে কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার তুলে দেন অতিথিরা। পর্যায়ক্রমে নির্বাচিত মোট ৮শ ৬৫জন কৃষকের মধ্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখি,  শীতকালীন পিঁয়াজ, মুগ ডাল, মুসুর ডাল এর বীজ ও রসায়নিক সার বিতরণ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।

ইবাংলা/নাঈম/০৯নভেম্বর, ২০২১

Comments (0)
Add Comment