ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে জোরপূর্বক ই-জিপির রাস্তা নির্মান করার অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড কান্দিরপাড় কামার বাড়ির মসজিদের উত্তর পার্শে মালিকানাধীন সম্পত্তিতে জোরপূর্বক ই-জিপির রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানিয়েছে, ৪০ দিনের কর্মসূচি (ইজিপি) ৫০০ মিটার রাস্তা তৈরি করার কাজ পান স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন আরাফাত ওয়াসিম। কিন্তু সরকারি হালট পর্যন্ত কাজ শেষ হলেও স্থানীয় জমির মালিক নোমান চৌধুরী, আরমান চৌধুরী, এমরান চৌধুরী, আবু কালাম, জাহাঙ্গীর আলম ছমু, আব্দুল মতিন ভুঁইয়া, মোঃ হাসান, জাহাঙ্গীর আলমসহ অনেকের সম্পত্তির উপর দিয়ে জোরপূর্বক আরও ৪০০ মিটার রাস্তা তৈরি করেন।

ভুক্তভোগীরা বলেন, আমাদের সাথে কোন যোগাযোগ ছাড়াই আমাদের ব্যক্তিগত জমিতে এই ক্ষতিসাধন করেন। তারা আরো বলেন, আমরা বিষয়টি নিয়ে চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, হালট অর্থাৎ সরকারি জমির পরের ব্যক্তিগত জমির বিষয়ে তিনি কিছুই জানেননা। এটা সম্পূর্ণ ওয়াসিম জানে কিন্তু ওয়াসিম আমাদের কারো সাথে কোন যোগাযোগ করা ছাড়াই জোরপূর্বক ভাবে রাস্তা নির্মাণ করেছে।

এঘটনায় ইউপি সদস্য ইয়াছিন আরাফাত ওয়াসিম বলেন, জমির মালিকদের সাথে কথা বলেই আমরা রাস্তা তৈরির কাজ শুরু করেছি। স্থানীয় প্রকৃত জমির মালিক খোকা মিয়া ও রিফাতের সম্পত্তিতে রাস্তা যাওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই বরং তারা রাস্তা করতে আদেশ দিয়েছেন। তিনি আরো বলেন, এই রাস্তা হলে সুবিধা পাবে স্থানীয় বাসিন্দা, আশপাশের জমির মালিক ও কৃষকরা।

ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল বলেন, বিষয়টি সম্পর্কে স্থানীয় কয়েকজন আমাকে অবগত করেছে। সরকারি হালট পর্যন্ত রাস্তা নির্মাণের কথা রয়েছে। এর পরে রাস্তা নির্মাণ করলে জমির মালিকদের সাথে কথা বলে সিদ্ধান্ত হওয়ার পর বাকি রাস্তা নির্মাণের কথা রয়েছে।

ইবাংলা/ বা এ

অভিযোগজোরপূর্বকরাস্তা নির্মানের