বন্যা পরবর্তী মানবেতর জীবনযাপন করছে দেশের বেশ কয়েকটি জেলার মানুষ। অসহায় এই বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য টায়ার প্রতিষ্ঠান ” MTF ” । বন্যাকবলিত ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী জেলার ৫ হাজার পরিবারের কাছে উপহার পৌঁছে দিয়েছে মেঘনা গ্রুপের এম টি এফ টায়ার কোম্পানি।
শুরুতেই জলাবদ্ধতার সময় শুধু ২ লিটার বোতলের পানি, খেজুর এবং বিস্কুট সরবরাহ করলেও এবার চাউল, তেল, লবন, ডাল আর সাবান উপহার সামগ্রীতে যোগ হয়েছে।
উপহার কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ২০০০ প্যকেট উপহার পৌঁছে দিয়েছে কেন্দ্রীয় অস্ত্র ডিপো ত্রাণ তহবিলে। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রূপের চীফ অপারেটিং অফিসার জনাব লুৎফুল বারী, উপ মহাব্যবস্থাপক জনাব ইস্রাফিল হোসেন সাজু এবং শামীম আহম্মেদ (মহাব্যবস্থাপক-হিসাবরক্ষক)। ১২ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে ৩০০০ প্যকেট উপহার যাচ্ছে কেন্দ্রীয় অস্ত্র ডিপো ত্রাণ তহবিলে।
দেশের মানুষের সাথে দীর্ঘদিনের এক ভালোবাসার বন্ধন গড়ে উঠেছে মেঘনা গ্রুপের।সেই ভালোবাসার নিদর্শন হিসেবেই সরকারী উদ্যোগের পাশাপাশি টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ সংগ্রহ কার্যক্রমেও MTF সহায়তা দিয়েছে।
মেঘনাগ্রুপের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বাবু বলেন “বন্যার্ত এলাকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই দুর্যোগপূর্ণ সময়ে দেশবাসীর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য”। সরকার এবং দেশবাসীর পাশে থেকে বন্যার্তদের সাহায্যার্থে মেঘনা গ্রুপ তার এই সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়েছে।