আরও ৪৪০ কেজি ইলিশ আটক কুমিল্লার সীমান্ত দিয়ে ‘পাচারের সময়

১৭টি বাক্সে থাকা ইলিশের আনুমানিক মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে এবার ৪৪০ কেজি ইলিশ আটক করা হয়েছে। সেগুলো অবৈধভাবে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শশীদল এলাকার মনোরা থেকে ইলিশগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স. ম. আজহারুল ইসলাম।

শুক্রবার দুপুরে তিনি বলেন, আটক করা এসব ইলিশ পরে বিজিবির নিয়মানুযায়ী নিলামে বিক্রি করা হয়েছে বলে জেনেছি।

শুক্রবার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধীনে থাকা শশীদল বিওপির একটি টহল দল।

 

আরো পড়ুন ঃ৩ কয়েদী গ্রেপ্তারশেরপুর জেলা কারাগার থেকে পলাতক

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে শশীদল এলাকার সীমান্ত পিলার ২০৫৭/২-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ ফেলে চলে যায়। মাছগুলির আনুমানিক মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা।

সেগুলো আটকের পর নিয়মানুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

তবে নিলামে কত টাকায় মাছগুলো বিক্রি করা হয়েছে সেই তথ্য উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে বুড়িচং উপজেলার উত্তর আনন্দপুরের ভারতীয় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬২০ কেজি ইলিশ আটক করে বিজিবির একটি দল।