কোনো প্রকার উষ্কানী ছাড়াই রাঙামাটি শহরে তান্ডব চালিয়ে বাস, ট্রাক, এ্যাম্বুলেন্স, অটোরিক্সাসহ মালবাহি গাড়ি ভাংচুর ও চালকদের মেরে রক্তাক্ত করায় গাড়ির ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা খরচসহ রাঙাপানি, আসামবস্তি সড়কে ব্যাপকহারে চাঁদাবাজি বন্ধ করে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব ধরণের যান চলাচল অনির্দিষ্ট্যকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহণ চালক,মালিক সমিতি।
আরও পড়ুন…পাহাড়ি-বাঙ্গালী সংঘর্ষে রাঙামাটিতে নিহত-১ আহত-৫০; শহরে ১৪৪ ধারা জারি
শনিবার (২১শে সেপ্টেম্বর) থেকে বন্ধের ডাক দিয়েছে রাঙামাটি পরিবহণ চালক,মালিক সমিতি কর্তৃপক্ষ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে রাঙামাটিস্থ ট্রাক মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত জরুরী সভায় এই কর্মসূচীর ঘোষণা দেন নেতৃবৃন্দ।
এসময় পরিবহণ নেতারা অভিযোগ করেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি শহরে ব্যাপক তান্ডব চালিয়ে তাদের বাস, ট্রাক, অটোরিক্সা, হাইচ, নোহা, এ্যাম্বুলেন্সসহ অন্তত ৩০টি যানবাহন ভাংচুর করার পাশাপাশি দুইজন অটোরিক্সা চালককে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে; যারা রাঙামাটির হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
যতক্ষণ পর্যন্ত এসব ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করার পাশাপাশি ভাংচুর করা গাড়ির ক্ষতিপূরন, আহত চালকদের চিকিৎসা খরচসহ গাড়ির চালকদের নিরাপত্তা নিশ্চিত করা হবেনা ততক্ষণ পর্যন্ত রাঙামাটিতে যাত্রী ও পণ্যবাহি সকল যানবাহন চলাচল সম্পূর্ন বন্ধ রাখা হবে জানিয়েছেন পরিবহণ শ্রমিক নেতা মিজানুর রহমান বাবু। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা ট্রাক মিনি ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাসমত উল্ল্যা।
বৈঠকে চট্টগ্রাম-রাঙামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ, রাঙামাটি মিনি ট্রাক পিকআপ মালিক সমিতির আহবায়ক অলোক প্রিয় চৌধুরী রিন্টু, কার মাইক্রো চালক শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক দিদারুল আলম, রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সমন্বয়ক মোঃ সালা উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইবাংলা/ আইএইচ