রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের আজম মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল (১৯), অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪) ও মৃত জনাব আলী মণ্ডলের ছেলে আলেফ মণ্ডল (৫০)।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি একনালা বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ সব অস্ত্র প্রদর্শন করে মানুষের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করে চাঁদাবাজি ও ডাকাতি করাসহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।
তিনি বলেন, সজল শেখের বিরুদ্ধে একটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতির মামলাসহ ছয়টি মামলা রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।