রাশিয়ার ক্রিমিয়া অঞ্চল থেকে ব্রিটেনের একটি গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দেয়ার জন্য মস্কো জঙ্গিবিমান পাঠাতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর ) এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ জানান, ব্রিটিশ বিমানবাহিনীর একটি আরসি-১৩৫ গোয়েন্দাবিমান রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত ক্রিমিয়ার দিকে আসার চেষ্টা করলে রুশ সামরিক বাহিনী একটি এসইউ-৩০ জঙ্গিবিমান পাঠিয়ে তাকে বাধা দেয়। ক্রিমিয়া সীমান্তের প্রায় ৩০ কিলোমিটার দূরে থাকতে বিমানটিকে বাধা দিলে সেটি তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকে চলে যায়।
আরও পড়ুন: গৃহযুদ্ধ বাধাতে চায় সৌদি আরব
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সাম্প্রতিক দিনগুলোতে ক্রিমিয়া অঞ্চলে আমেরিকা ও ন্যাটো জোটের গোয়েন্দা তৎপরতা বেড়েছে। গত ২৪ ঘন্টায় আমেরিকার দুটি যুদ্ধজাহাজ ও ন্যাটো বাহিনীর তিনটি গোয়েন্দাবিমান সীমান্তের কাছে তৎপরতা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আমেরিকা ও ন্যাটো বাহিনীর তৎপরতা দেখে মনে হচ্ছে- তারা রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধপ্রস্তুতি পরীক্ষা করে দেখছে।
২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যায়। কিন্তু আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা ওই গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
ইবাংলা/ নাঈম/ ১২ নভেম্বর, ২০২১